1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন সিলেট-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ: নির্বাচন করতে অনড় ও বেপরোয়া চাকসু মামুন সিলেটে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে মতবিনিময় সভা দেশে এসেছেন শিক্ষা ও মানবতার অগ্রদূত ফাহিম আল্‌ চৌধুরী: যোগ দিবেন বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বিপ্লবী ওসমান হাদির চির বিদায়: প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল ছিল জকিগঞ্জ জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার জকিগঞ্জে মহান বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী

জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলা বীরশ্রী ইউনিয়নের হাজী আব্দুল হক ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউনিয়নের সকল স্কুল, আলিয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসা সহ সব ধরণের প্রতিষ্ঠানের ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ট্রাস্টের উপদেষ্টা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী (পানু)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই উদ্যোগ আগামী প্রজন্মকে শিক্ষার পথে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।”
প্রধান আলোচক ছিলেন সোনাপুর মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী (শিঙ্গাইরকুড়ী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের যুগ্ম আহ্বায়ক মাস্টার আমান উদ্দিন, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী, ট্রাস্টের প্রতিষ্ঠাতার ভাই নূরুল আলম, গোলাপগঞ্জের উত্তর জাঙ্গালহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার বিশ্বাস, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, জামেয়া ইমদাদুল উলুম শিঙ্গাইরকুড়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ, বীরশ্রী কুতুবিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সৈয়দ জিয়াউর রহমান ও বিপক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণত শিক্ষা বৃত্তি কার্যক্রম নির্দিষ্ট শ্রেণি বা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে। অথচ হাজী আব্দুল হক ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক, আলিয়া, কওমি ও হিফজ-সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে এক ছাতার নিচে এনে একযোগে বৃত্তি প্রদান এক অনন্য নজির।
ট্রাস্টের সচিব মাওলানা কুতবুল আলম জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধা গ্রেডে প্রথম স্থানপ্রাপ্তরা পেয়েছে সনদপত্রসহ ২,৫০০ টাকা, দ্বিতীয় স্থানপ্রাপ্তরা ২,০০০ টাকা এবং তৃতীয় স্থানপ্রাপ্তরা পেয়েছে ১,৫০০ টাকা। সাধারণ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা পেয়েছে সনদপত্রসহ ১,০০০ টাকা করে বৃত্তি। এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় দাখিল মাদ্রাসার ৪র্থ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এবং হিফজ বিভাগের ১, ৫, ১০, ২০ ও ৩০ পারা হিফজকারী শিক্ষার্থীরা।
বক্তারা আশা প্রকাশ করেন, এ মহতী উদ্যোগ জকিগঞ্জ ছাড়িয়ে সিলেট অঞ্চলে শিক্ষার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বক্তারা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রবাসী আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তাঁর পিতা মরহুম হাজী আব্দুল হকের স্মৃতিকে অম্লান রাখতে যে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিয়েছেন, তা অনুকরণীয় হয়ে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট