1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জে তালামীযে ইসলামিয়া’র দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবারের দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ মোঃ নায়িম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ছাব্বির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে একজন মানুষ কেবলমাত্র শিক্ষা অর্জন করলেই আদর্শ মানুষ হতে পারে না। এজন্য সুশিক্ষা অর্জন করতে হবে এবং ছাত্রদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি রাসূল সা.-এর উত্তম আদর্শ ধারণ করতে হবে। বর্তমান সময়ে কিছু অস্বাভাবিক নিষ্ঠুরতা দেখা যাচ্ছে। ছাত্রসমাজের কেউ কেউ পড়ালেখা করেও চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেলে, এটা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এর থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য কেবলমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, সততা ও মানবিকতা। আধুনিক বিশ্ব তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে চলেছে, আমাদের নতুন প্রজন্মকেও সেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে। সেজন্য ছাত্রসমাজকে অশুভ প্রবণতা হতে দূরে থেকে জ্ঞান-বিজ্ঞানে মনোযোগী হতে হবে এবং রাসূলে পাক সা.-এর উত্তম আদর্শকে ধারণ করতে হবে। নেককার মানুষের সান্নিধ্য ও আল্লাহভীরুতার সাথে পথচলা ছাত্রসমাজকে আত্মিকভাবে পরিশুদ্ধ রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে পারলে দেশে সুনাগরিক তৈরি হবে।
‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এখলাছুর রহমান, সংগঠনের সিলেট জেলা (পৃর্ব) শাখার সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফদ্বলুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে’র কাউন্সিল মেম্বার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, আল হাবীব ফাউন্ডেশন-এর পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও উপজেলা আল-ইসলাহ নেতা মাওলানা জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, ইছামতী কামিল মাদরাসা সভাপতি আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ইছামতি কামিল মাদরাসা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, চাপঘাট রহিমপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ময়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি আহমদ হোসাইন কাইফ, জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, মো. হিফজুর রহমান, সহ-প্রচার সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, অফিস সম্পাদক আব্দুল হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাজেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমান সাদী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম ও মো. ইমাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট