সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব। শনিবার (৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি মোঃ এখলাছুর রহমান, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এম. আব্দুল্লাহ আল মাসউদ তরফদার, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, সদস্য মোঃ ইউনুছ আলী, মাসুম আহমদ খাঁন ও আবু বকর মোঃ ফয়ছল এ নিন্দা জানান। তারা সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, জনসমাগমপূর্ণ স্থানে, প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক স্পষ্ট প্রতিচ্ছবি। এটি কেবল একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর এক নির্মম আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে। হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক নেতারা এমন ঘটনা দেশে নতুন নয় উল্লেখ করে বলেন, অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। তাঁরা সাংবাদিকদের উপর অহরহ হামলা ও সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বিগ্ন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply