আঞ্জুমানে হেফাজতে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভায় কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রঘুরাশী মাদ্রাসার মুহতামীম প্রবীণ আলেমে শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে ও হাড়িকান্দি মাদ্রাসার নির্বাহী মুহতামীম তরুণ আলেম মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও সদস্যদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি মাওলানা শায়খ জাওয়াদুর রহমান, নির্বাহী সভাপতি মুফতি আবুল হাসান, সহ-সভাপতি মুফতি মাহমুদ হোসাইন, মুফতি মাসউদ আহমদ চৌধুরী, মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুফতি হামিদুর রহমান মাদানী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অর্থ সম্পাদক কে এম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মুছব্বির, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক, মাওলানা সাদিকুর রহমান ছিদ্দিকী, সহ প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, নির্বাহী সদস্যবৃন্দ হলেন মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা আলা উদ্দিন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, হাফিজ তাহসিন চৌধুরী, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা বাহার উদ্দিন, হাফিজ মাজেদুল ইসলাম ও মাওলানা আব্দুস শুকুর।
সভায় জকিগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি সিদ্ধান্ত গৃহীত হয়- দ্রুত সময়ের মধ্যে উপজেলার সবক’টি ইউনিয়নে আঞ্জুমানের কমিটি গঠন সম্পন্ন করা হবে।
Leave a Reply