সিলেটের জকিগঞ্জে এক যুবকের পবিত্র মসজিদ নিয়ে ফেসবুক কমেন্টে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মন্তব্যকারী ওই যুবক জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমখারচক গ্রামের রায়মোহন বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২৭)। সে সিলেটের মৌলভীবাজার জেলায় একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করে।
জানা যায়, জাতীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সারাদেশে ৩৩ হাজার পুজামন্ডপ, বসানো যাবে না মদ-গাজার আসর” এমন একটি সংবাদের কমেন্ট বক্সে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি দিয়ে পবিত্র মসজিদকে মুসলমানদের “বাসর ঘর” হিসেবে আখ্যায়িত করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পবিত্র মসজিদ নিয়ে যুবকের এমন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। হিন্দু যুবকের এমন একটি জঘন্যতম মন্তব্যে শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলে তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে পায়নি। অবস্থা বেগতিক বুঝে দীপক বিশ্বাস নিজের দোষ স্বীকার করে ফেসবুক লাইভে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সোমবার গভীর রাতে দীপক বিশ্বাস তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে অবমাননাকর মন্তব্যের জন্য কান ধরে ক্ষমা চান সবার নিকট। ফেসবুক লাইভে সে নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দীপক বিশ্বাসের মন্তব্যের স্ক্রিনশট হাতে পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। তবে দীপক বর্তমানে মৌলভীবাজারে অবস্থান করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে যাতে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তিনি সকল মহলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন।
Leave a Reply