জকিগঞ্জে ফার্নিচার শ্রমিক সংগঠনের কার্যকরী কমিটির পরিচিতি সভা, অফিস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারের হলরুমে উপজেলার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি বাবলু আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান রাদির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, সংগঠনের উপদেষ্টা শিব্বির আহমদ রনি, উপদেষ্টা জাফরুল ইসলাম, উপজেলা পরিবেশক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী শাহজাহান সেলিম, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, উপদেষ্টা কে আই বুলবুল, সংগঠনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলওয়ার আহমদ, শ্রমিক নেতা হাদিউল বাশার হাদি, এনাম উদ্দিন, মোস্তাক আহমদ, ছাদিকুর রহমান, হাসান আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুছ, মহিতুষ রায়, বাহার উদ্দিন, ফারুক আহমেদ রাব্বি, সামাদ আহমদ, জাহাঙ্গীর আলম, আরশ আলী, সেলিম আহমদ, সুহেল আহমদ, নাজিম আহমদ, বাদল আহমদ, জাবের আহমদ, আল আমিন, নজু আহমদ, মাছুম আহমদ, আব্দুশ শহীদ, জমির উদ্দিন, জয়ন্ত বাবু, রতিময় বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন—“শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের ওপর নির্ভর করেই জাতীয় উন্নয়ন, শিল্পকারখানার প্রসার ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ওঠে। ফার্নিচার শিল্প খাতে শ্রমিকরা শুধু আসবাবপত্র তৈরি করছে না, বরং তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাচ্ছে প্রতিটি কাজের মাধ্যমে। শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়েই পরিবারে আলো জ্বলে, সমাজে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং রাষ্ট্রের অর্থনীতি চাঙা হয়ে ওঠে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা প্রদান এখন সময়ের দাবি।”
বক্তারা আরও বলেন, “দেশের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। অথচ অনেক সময় তাদের প্রাপ্য সম্মান ও অধিকার থেকে তারা বঞ্চিত হন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও মালিকপক্ষকেও আন্তরিক হতে হবে। শ্রমিকদের মর্যাদা রক্ষা করা মানে দেশের মর্যাদা রক্ষা করা। শ্রমিকবান্ধব সমাজ গঠন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
অনুষ্ঠান শেষে ফার্নিচার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ও নবগঠিত কমিটির সকলকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply