শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে লেখা-পড়ার কোন বিকল্প নেই। শিক্ষা মানুষকে সঠিক জ্ঞান ও দক্ষতা প্রদান করে, যা তাকে আত্মবিশ্বাসী, সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ও নৈতিকভাবে দৃঢ় করে তোলে। একজন ভালো নেতার জন্য অত্যন্ত জরুরি গুণ হচ্ছে পড়া-লেখা থাকা। শিক্ষা ও নেতৃত্বের সমন্বয় ব্যক্তিকে সমাজের উন্নয়নে এবং ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলা-পড়া শিখে তোমরা উপযুক্ত মানুষ হতে হবে এবং সমাজের নেতৃত্ব দিতে হবে। নিজ নিজ পাঠ্যবইয়ের প্রতি তোমাদের মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারস্থ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে বারহাল ছাত্র পরিষদ আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাফয়াত রশীদ চৌধুরী’র সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে দুই শতাধিক এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী, বারহাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, কানাইঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজাদ উদ্দিন, বারহাল ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এখলাছুর রহমান, যুবনেতা ওলি চৌধুরী ও তাজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার, তাহসিন আহমেদ চৌধুরী, ছদিওল হোসেইন আহমেদ,গুলজার আহমদ, আহমদ রশিদ চৌধুরী, শাহিনুল ইসলাম, এ এস আমিন ও সাইফুর রহমান প্রমুখ।
Leave a Reply