সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি বলেছেন, শিক্ষা ছাড়া এ পৃথিবীতে কিছুই অর্জন করা সম্ভব নয়। আমাদের শিক্ষা না থাকায় ক্রমেই দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও পরিবার চালানো সহ সব কিছুতেই শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া মানুষে কোন উপায় নেই। বলতে গেলে শিক্ষা হচ্ছে সব সম্পদের হাতিয়ার।
তিনি রোববার (২৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামেয়ার মুহতামিম আল্লামা মুক্বাদ্দাস আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন মাওলানা হাফিজ আবদুল কারীম ও হাফিজ জুবায়ের আহমদ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রিন্সিপাল মুফতি আবদুল মুনতাকিম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, রঘুরাশি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাওয়াদুর রহমান, শাহবাগ জামিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ ও ব্যবসায়ী মাওলানা আবদুল করিম প্রমুখ।
সমাবেশ শেষে হাফিজ আহমদ মজুমদার এমপি মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসা পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply