1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত জকিগঞ্জ থানার নতুন ওসি জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু জকিগঞ্জ শাহগলি বাজার মনিটরিংয়ে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা জকিগঞ্জ-শেওলা ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগ জকিগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে সুরানন্দপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ১ জন গ্রেপ্তার জকিগঞ্জে কাজের ফাঁকে স্কুল পরিদর্শন করলেন ইউএনও: নিয়েছেন ক্লাসও! জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বাজার মনিটরিংয়ে বিশ হাজার টাকা জরিমানা

জকিগঞ্জের বাবুর বাজারে সোনার বাংলা বহুমুখী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার বহুল পরিচিত সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বাবুর বাজার শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকাল ২ ঘটিকার সময় স্থানীয় বাবুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার-এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক মোঃ জাফরুল ইসলাম।
সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা মোঃ শাহীন আহমদ-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মিছবাহ উদ্দিন।
বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মোঃ আব্দুস সুবহান, শিক্ষক আব্দুস সাত্তার মানিক, বাবুর বাজার গোল্ডেন সমবায় সমিতির সাবেক সভাপতি ডা. আব্দুর রহিম, শিক্ষক মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল আলম আফজল, সিরাজুল ইসলাম শিরু, শাহজাহান মোঃ সেলিম ও আব্দুল কাদির ও প্রশিক্ষণার্থী শাহিদা আক্তার প্রমূখ।
প্রধান আলোচকের বক্তব্যে মাজেদা রওশন শ্যামলী বলেন, সোনার বাংলা সমিতিকে আমি খুবই কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমি সোনার বাংলা সমিতির প্রতিটি সভায় থাকি। আমি দেখেছি সোনার বাংলা সমিতির মাধ্যমে বেশ কিছু পরিবারের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। সোনার বাংলায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে অনেককে সাবলম্বি হতে দেখেছি। তাই সোনার বাংলার সর্বদা সার্বিক সফলতা কামনা করি।
প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ বলেন, যে কোন কিছু গড়ার চেয়ে ধ্বংস করা সহজ। সোনার বাংলা জাফরুল সাহেব কিভাবে গড়েছেন সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই আমাদের উচিত দেশ জন্য এমন লাভজনক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। এখান থেকে যেভাবে আমরা ঋণ নিয়ে সাবলম্বি হবো, ঠিক তেমনি যথা সময়ে ঋণ পরিশোধ করে সমিতিকে সচল রাখবো। তিনি ঋণ নিয়ে যারা পরিশোধ করেননি তাদের প্রতি ঋণ পরিশোধের আহবান জানিয়ে বলেন, এ টাকা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনে করলে চলবেনা। এ টাকা আপনার আমার সকলের। সোনার বাংলা শুধু আমার কাছ থেকে নিয়ে আপনাকে এবং আপনার কাছ থেকে এনে আমাকে দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার বলেন, সোনার বাংলা সমিতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে। সময়ে সময়ে গরীব, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাঁশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করেছে। এ কারণে তিনি সোনার বাংলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ৬ জন সেলাই প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও ৬ জন সমবায়ীকে চেক প্রদান করা হয়।
পরে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর ৪নং ওয়ার্ড সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট