জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ ও প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট। বৃহস্পতিবার (২ অক্টোবর) ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী ও সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ দিনব্যাপী বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে এসব নগদ অর্থ প্রদান করেন। বিকেলে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া দারুল আজহার-এর উন্নয়নে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী ও সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ এ অনুদান জামেয়া কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় জামেয়ার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, জামেয়া পরিচালনা কমিটির সহ সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল হাকিম, ফয়জুল হক, মাওলানা রশীদ আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মাস্টার ফখরুল ইসলাম, হাজী রফিকুল হক, আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল কাদির, নাজমুল ইসলাম ও হাফিজ ফজলুল করিমসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জামেয়ার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। একই দিন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের একজন পঞ্চম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থীকে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা করা হয়।
অনুদান প্রদানকালে বক্তারা বলেন, ফাহিম আল্ চৌধুরীর মতো মানুষ সকল মত-পথ ও রাজনীতির উর্ধ্বে থেকে মানুষের পাঁশে দাঁড়ানোর কারণে সমাজের অনেক মানুষ ভালো আছে। যুগ যুগ থেকে উপকৃত হয়ে আসছে সমাজের অসংখ্য অবহেলিত ও বঞ্চিত মানুষ। বিনা চিকিৎসায় বিনা ঔষধে মারা যাচ্ছেন না কেউ। ফলে ফাহিম আল্ চৌধুরীর সমালোচনা না করে আমরা সবাই উনাকে উৎসাহিত করা ও সহযোগিতা করা দরকার।
Leave a Reply