জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যার ঘটনায় উদ্বেগ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে হৃদয়ে জকিগঞ্জ, সিলেট। শুক্রবার (অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর জল্লারপাড়স্থ হোটেল প্যারালাক্সে এক দায়িত্বশীল ও সদস্য সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও
সংগঠনের সাধারণ সম্পাদক এম. রুহেল লস্করের পরিচালনায় সভায় হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে সংগঠনের আর্থ-মানবিক কর্মসূচির আওতায় জকিগঞ্জের নিলাম্বরপুর গ্রামের এক হতদরিদ্র ব্যক্তিকে অর্থ প্রদান এবং সংগঠনের নবীন সদস্যদের বরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহেদ আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, বিলাল আহমদ, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক গোলজার আহমদ ও সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যন্য দায়িত্বশীল ও নবীন সদস্যবৃন্দ।
Leave a Reply