জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে জকিগঞ্জ বাজারস্থ জান্নাত ফার্মেসির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই নির্বাচন। উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে (২০২৬–২০২৮) সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সেবা ফার্মেসির স্বত্বাধিকারী মঞ্জুর আলম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালমান ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুস সবুর।
কমিটির নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ ও কোষাধ্যক্ষ প্রদীপ কুমার। নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মঞ্জুর আলম সেলিম বলেন, “আমাকে নির্বাচিত করার জন্য আমি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতা নিয়ে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।” সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন, “আমাদের নবনির্বাচিত কমিটি জকিগঞ্জের সকল কেমিস্ট ব্যবসায়ীদের উন্নয়ন ও ন্যায্য অধিকার রক্ষায় সর্বদা কাজ করবে।”
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতি স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
Leave a Reply