জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদের কাজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরী-এর পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) বারহাল ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বারহাল ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কার্যক্রমে এই অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, কলেজের অধ্যক্ষ মো: সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহবুবুল ইসলাম, রোটারিয়ান আহমদ শিব্বির চৌধুরী, ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার ও শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানসহ শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাল ছাত্র পরিষদের সাবেক সভাপতি গোলজার রহমান, শাফায়াত রশিদ চৌধুরী, বারহাল ছাত্র পরিষদের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল শাহীদ আহমদ, সুলেমান আহমদ, মেহেদী রেজা চৌধুরী, জাহেদ আহমদ, সৈয়দ হুসাইন আহমদ, তাওহীদ আহমদ, ছদিওল নাহিয়ান লাবিব, মো: সাম্মাম আহমদ চৌধুরী, শাহরিয়ার আহমদ চৌধুরী, মারুফ আহমদ ও রোহন মালাকার।
অতিথিবৃন্দ এই মহতী ও মানবকল্যাণমূলক উদ্যোগের জন্য ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মসজিদ নির্মাণ কার্যক্রম দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply