সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারশী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা আনারশী গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।
জানা যায়, সোমবার দুপুরের দিকে পরিবারের লোকজন সাফওয়ান ও মিনাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের ভেসে উঠতে দেখা যায় । পরিবারের লোকজন তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply