জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক ডাকাতি মামলা সহ মোট ৮টি মামলার আসামী ডাকাত ইকবাল হোসেন এক্কাই (৪৩) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল ) দুপুরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর অন্তর্গত বটেরতল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন এক্কাই জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামের কুটু চান মিয়ার ছেলে।
জানা যায়, ইকবাল হোসেন এক্কাই আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার নামে মোট ৮টি নিয়মিত মামলা রয়েছে। তন্মধ্যে ৩টি ডাকাতি মামলা, ২টি সিঁদেল চুরি মামলা, ১টি নারী নির্যাতন ও ১টি চাঁদাবাজি মামলা। এছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
ডাকাত ইকবাল হোসেন এক্কাই আটকের খবরে এলাকার মানুষ বেশ আনন্দিত হয়েছেন। এলাকাবাসী পবিত্র রমজান মাসে শান্তিতে ও নির্বিঘ্নে থাকার সুযোগ দেয়ায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান।
এদিকে ডাকাত ইকবাল হোসেন এক্কাই আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, আমরা ইতিমধ্যে বেশ ক’জন চিহ্নিত ডাকাত ও মাদক সহ মাদক কারবারী আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগীতা কামনা করেন।
Leave a Reply