1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বেড়িবাঁধ মেরামতের কাজে বিএসএফের বাধা জকিগঞ্জে বাড়ছে চুরি ও ডাকাতি: পুলিশ-জনতার সম্মিলিত প্রতিরোধ দরকার প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার-পরিজন ও দেশের মানুষের মুখে হাসি ফুটানো–ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জে জামায়াতের প্রার্থী আনওয়ার হোসেন খাঁনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জকিগঞ্জে মোবাইলে জুয়া খেলার অপরাধে ছয় যুবকের কারাদণ্ড জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আহবায়ক কমিটি গঠন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ছাত্র আকতারুজ্জামানের আমেরিকা যাত্রা উপলক্ষে সংবর্ধনা চারটি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হচ্ছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা নির্বাচনে গণবিজ্ঞপ্তি প্রকাশ জকিগঞ্জে খতমে নাবুওয়াত সংরক্ষণ কমিটির কাউন্সিল

জকিগঞ্জে নুমান হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কালিগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার কবির আহমদের সভাপতিত্বে ও ব্যবসায়ী কাওছার আহমদের পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনকে ঘিরে এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সামন, বৃহত্তর কালিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলী, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, কবিরুল হাসান মেম্বার, প্রবাসী মঈন উদ্দিন, সুমন আহমদ, আল ইসলাহ নেতা সুফিয়ান আহমদ, জমিয়ত নেতা কাজী ইমরান হোসাইন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমূখ।
সভায় বক্তারা ব্যবসায়ী নুমান হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে দাবী করে বলেন- জকিগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলার বাদী করা হয়েছে আসামীকে। আটক সুমনকে মামলায় না ঢুকিয়ে সন্দেহজনক আসামি করা হয়েছে। তাকে এখনো রিমান্ডে আনা হচ্ছে না। বক্তারা এই মামলাকে নুমান উদ্দিনের পরিবার ও পুলিশ ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তারা অবিলম্বে নুমান উদ্দিন হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুমান উদ্দিন প্রায় ৩০ বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। ২০২১ সালের দিকে দেশে ফিরে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নুমান উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে দোকান খোলে আর বাড়ি ফিরেননি বলে দাবী করেন পরিবারের লোকজন। নিখোঁজের ঘটনায় ওইদিনই পরিবারের পক্ষ থেকে স্ত্রী মনোয়ারা বেগম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর দু’দিনের মাথায় গত ১ অক্টোবর বাড়ির পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে নুমান উদ্দিনের লাশ দেখতে পান এলাকার লোকজন। পরে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট