1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ জকিগঞ্জে জানাজার শৃঙ্খলার নিয়ে ওসি’র সাথে সৃষ্ট জটিলতার নিরসন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: জানাজা বিকাল সাড়ে ৪টা সিলেট ‘শান্তিবাগ সোসাইটি’র নতুন কার্যকরী কমিটি গঠন জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে পথ দেখায়—এসপি ফরিদ উদ্দিন পিপিএম

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পারতাম না। স্বাধীনভাবে আপনাদের চলাফেরা করা ও আমার মতো বাংলাদেশী অফিসার পাওয়ার সুযোগ ছিল না। আমাদের দেশটা আজ পাকিস্তান সরকার শাষণ করতো। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধুকে।
তিনি জকিগঞ্জের ঘেচুয়া গ্রামে প্রতিষ্ঠিত উবায়দুল হক একাডেমির যাত্রালগ্ন থেকেই নীতিগতভাবে পাঁশে ছিলেন উল্লেখ করে বলেন, যারা এ প্রতিষ্ঠান চালু করেছে তারা নিজেদের লাভের জন্য করেননি। এ প্রতিষ্ঠান করেছেন এ অঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে। তাই সকল মতানৈক্য ও মতবিরোধ পরিহার করে সবাই আন্তরিক হলে এক সময় এ প্রতিষ্ঠান এলাবাসীকে উপকৃত করবে। এখানে আসার পথে শুনলাম এ এলাকা থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। আপনাদের এলাকায় এ প্রতিষ্ঠান হওয়ার ফলে যেমনি শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, তেমনি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিনি আরো বলেন, এই স্কুলটিকে আপনারা দেখাশোনা করতে হবে। কারণ আপনারা এ প্রতিষ্টান দাঁড় করতে পারলে আগামী প্রজন্ম উপকৃত হবে।
তিনি এ একাডেমি প্রতিষ্ঠার সাথে জড়িত সবাইকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনে দিয়ে পড়া শুনা করো, মনে দৃড় বিশ্বাস রাখো যে তোমাদের কিছু হতে হবে। একদিন তোমাদের মধ্যে থেকে অনেকে সমাজ, রাষ্ট্র ও সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করতে হবে।
তোমরা স্বপ্ন দেখতে শেখো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে পথ দেখায়, এক সময় স্বপ্নই বাস্তবায়ন হয়।
তিনি মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত ঘেচুয়া গ্রামে প্রতিষ্ঠিত উবায়দুল হক একাডেমি পরিদর্শন শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর-এর সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ফখরুল ইসলাম ডালিম ও গীতা পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা নিতেন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজনীতিবীদ সিরাজুল ইসলাম শিরু ও মানবাধিকারকর্মী আনোয়ার হোসেন হেলালী।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী এবং প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করে একাডেমির ষষ্ট শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া আক্তার। এ সময় একাডেমি সংশ্লিষ্ট তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে চমৎকার নিত্য প্রদর্শন করেন একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম উবায়দুল হক একাডেমির পরিদর্শন ফলক উন্মোচন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রবীণ শিক্ষক মোঃ আব্দুস সুবহান, উবায়দুল হক একাডেমি পরিচালনা কমিটির সভাপতি হাজী তাহির আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী রায়হান উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুল আজিজ ও জাতীয় পার্টির নেতা আব্দুল আহাদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আরোও বলেন, আপনাদের জকিগঞ্জে অনেকেই মাদকের সাথে জড়িয়ে পড়েছেন। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা মনে করি মাদকের সাথে জড়িতরা আমাদের দেশ, জাতি ও গণতন্ত্রের শত্রু। তাই মাদকে বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যদি আপনাদের এলাকায় মাদকের সাথে কেউ জড়িয়ে পড়ে তাহলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট