সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির (জেডএসসি) পঞ্চম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর উপশহরস্থ সীমান্তিক কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সভাপতি আলী হোসেন তাপাদার-এর সভাপতিত্বে শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন জুবায়ের আহমদ চৌধুরী। দেলোয়ার হুসাইন রনি ও মিশকাতুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনালগ্নে স্বাগত বক্তব্য রাখেন আহমদ শাহ তামিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জিএম শাহাদাত হোসেন সানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’র ডীন প্রফেসর ডক্টর তোফায়েল আহমদ। প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ যাদুঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. শাহরিয়ার জামান চৌধুরী বাহার, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ইকবাল আহমদ চৌধুরী, জেডএসসি’র উপদেষ্ঠা অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন ফারুক, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক উপদেষ্ঠা মাজেদ আহমেদ চঞ্চল, লেখক ও গবেষক মাওলানা মো. আব্দুল আউয়াল হেলাল, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, প্রভাষক মোঃ আবুল কালাম, মোঃ নুরুজ্জামান খান, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত ও মারুফ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলী হোসেন তাপাদারকে, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন রনি ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফারহান সহ ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে তাদের অভিষেক সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত দর্শকদের নিয়ে ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করে বিজয়ীদের পুরস্কৃতও করা হয়। পরে অতিথিবৃন্দ জেএডএসসি দর্পণ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
Leave a Reply