সিলেট ব্যবসায়ী সমিতি, কালিঘাট-এর উদ্যোগে জকিগঞ্জের বন্যার্তদের মধ্যে চারশত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জুলাই) দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন ও ৪নং খলাছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, সিলেট ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক হাজী দেলওয়ার হোসেন, সদস্য আব্দুল জলিল ও সিলেট মাছিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বীর আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমতি’র ৪’শ প্যাকেট খাদ্য সামগ্রী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী আকিব উদ্দিন আহমদ পৃথকভাবে ৭০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ প্রসঙ্গে সিলেট ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক হাজী দেলওয়ার হোসেন বলেন, সাম্প্রতিক বন্যায় জকিগঞ্জ তথা পুরো সিলেটের মানুষ চরম বিপদগ্রস্ত। এহেন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সিলেট ব্যবসায়ী সমিতি খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা পুরো সিলেট অঞ্চলের বন্যা কবলিত দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। শুধু জকিগঞ্জ আমরা ৪’শ পরিবারের মধ্যে শনিবার বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা যে পরিমাণ সরকারি সহযোগিতা পাচ্ছি তা পর্যাপ্ত নয়। তাই বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশী ও বিদেশী সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে আমরা খুশি হই। সিলেট ব্যবসায়ী সমিতি ও আমার নাতি প্রায় ৪’শ ৭০ প্যাকেট খাদ্য সামগ্রী জকিগঞ্জ বিতরণ করায় আমি আনন্দিত ও গর্বিত। আমি তাদের প্রতি বীরশ্রী ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply