1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত জকিগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় করলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালসহ চার ডাকাত আটক জকিগঞ্জে বৃদ্ধ মাহমুদ আলী খুনের ঘটনায় মামলা: ক্রমেই রহস্য উদঘাটন হচ্ছে জকিগঞ্জে চার মাস ধরে নেই এসিল্যান্ড! দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা ফাহিম আল্ চৌধুরী’র চমক: জকিগঞ্জ-কানাইঘাটবাসীর দরজায় কড়া নাড়ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ফ্রি চক্ষু সেবা সিলেট-৫ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতী ফয়জুল হক জালালাবাদী জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নজর দিন জকিগঞ্জী চাচার খোলা চিঠি-

জকিগঞ্জী চাচার খোলা চিঠি-

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মাননীয়
প্রধান উপদেষ্টা ইউনুস চাচা,
আসসালামু আলাইকুম
চিঠির পয়লা সিলট’র শেষ সীমার জকিগঞ্জ উপজেলার গাউ-গেরামর লাখ লাখ হতভাগা, আউয়া-জাউয়া অবহেলিত জনগণর পক্ষ থাকি আমি বেহায়া, বেইজ্জত, জনম দুঃখী, কপাল পুড়া, আদুম-ছুদুম জকিগঞ্জী চাচার সালাম ও শুভেচ্ছা নিবায়।
পরসমাচার চাচা,
একান কথা না কইয়া পারিয়ার না। আপনে জানরানা হয়তো, আমরা জকিগঞ্জ সিলেট জেলার ভিতরে একটা উপজেলা অইলেও সিলেট শহর থাকি জকিগঞ্জ প্রায় একশো কিলোমিটার দূরে। এরলাগি জেলা শহর থাকি এই উপজেলায় যাওয়া আসা অনেক কষ্টের এবং সময়ের ব্যাপার। এরলাগি আমরার জকিগঞ্জর মানুষ কত সভা-সমাবেশ আর মানববন্ধন করিয়া সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি’র বাস নামাইছে।
এখন যে চাচা,
এই বিআরটিসি বাস নামানির পর থাকি মালিকানাধীন বাসের চালক ও মালিক অখলে কত ধরণের ঝামেলা করছেন। আমরা তা শক্তভাবে মোকাবেলা করছি। কিন্তু দুঃখের কথা অইলো, আমরারে এমন কয়টা বিআরটিসি’র বাস দেওয়া অইলো যে বাস রাস্তায় রাস্তায় নষ্ট অইযায় আবার কোন সময় তেল শেষ অইযায়!
ও চাচা,
ইতা দেখলে মাঝে মাঝে না কান্দিয়া হাসি আমরা। এত আন্দোলন সংগ্রাম করিয়া যে বিআরটিসি বাস পাইলাম সেই বাসে আমরা জকিগঞ্জের মানুষরে আশুদ্ধা করি দিলাইছে। অদ্য কয়েকদিন থাকি মেঘ বৃষ্টি দেওয়ায় বুঝলাম আরো মজার ঘটনা, যে বিআরটিসির বাস আমরার সিলেট-জকিগঞ্জ সড়কে দিছেন এই বাসের ভিতরে বৃষ্টি পড়ে। যাত্রী এখন গাড়ির ভিতরে ছাত্তি টাঙাইয়া যাওয়া আসা করতে ওর।
চাচা রেবা,
আমরা ইতা শরমর কথা কারে কইতাম? কে আমরার ইতা দুঃখ দুর্দশা দেখতো? কে ইতা সমাধান করতো? আমরা এখন কোন এমপি, চেয়ারম্যান বা অভিভাবক পাইয়ার না। দয়া করি বিষয়টা আপনি দেখবা নি। নাইলে এই অঞ্চলর মানুষর কষ্টর শেষ অইতো নায় রেবা।
পরিশেষে চাচা,
আপনারে কইতাম চাইয়ার, আমরা জানি এই চিঠিটা আপনার সামনে যাইতো নায়। যদি কোন মাধ্যমে এই চিঠি তোমার কাছে যায় আর কেউ বিষয়টা বুঝাইয়া খয়, তাইলে আপনে আপনার দয়ার নজর দিয়া আমরার জকিগঞ্জবাসীর এই কষ্ট অনুমান করিয়া ভালা ভালা কয়টা বিআরটিসি’র বাস দিয়া দাবী পূরণ করবায়।

ইতি
আপনার আদুম-ছুদুম
জকিগঞ্জী চাচা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট