জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর নুরপুর গ্রামের বাসিন্দা শিক্ষক, রাজনীতিবীদ ও সংগঠক মালেক আহমদ (৬০) আর নেই। তিনি রোববার (১০ এপ্রিল) সকাল ৬ টা ৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য অত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, পাড়া-প্রতিবেশী ও গুণগ্রাহী রেখে যান।
আজ রোববার বাদ আসর নুরপুর গ্রামে অবস্থিত ডা. তোফাজ্জেল আলী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ সকল মুসল্লিদের উপস্থিতি ও দো’আ কামনা করা হয়েছে।
জানা যায়, অত্যন্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের অধিকারী মালেক আহমদ শুধু শিক্ষক, রাজনীতিবীদ ও সংগঠকের ভিতর সীমাবদ্ধ ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ের উপর চমৎকারভাবে লিখতে পারতেন। নিজের রচিত কবিতা, গান ও গজল গাইতেন অসাধারণ কন্ঠে।
জাতীয় পর্যায়ে পরিচালিত বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান ও সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এক সময় পালন করেছেন তিনি। একাধারে ৩০ বছরের অধিক সময় থেকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মালেক আহমদ। একজন শিক্ষক হিসাবেও তিনি ছিলেন বেশ পরিচিত। ইছামতি উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন এবং পরবর্তীতে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতার সুবাদে সেখানে তাকে মালেক স্যার হিসাবেই সকলে চেনেন। মরহুম মালেক আহমদ-এর ছোট ভাই অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল বর্তমানে সীমান্তিকের চেয়ারম্যান ও লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ।
এদিকে শিক্ষক, রাজনীতিবীদ ও সংগঠক মালেক আহমদ-এর মৃত্যুতে আন্তর্জাতিক এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও দেশের খ্যাতনামা অর্থনীতিবীদ ড.আহমদ আল কবীর সহ সীমান্তিক পরিবার শোক প্রকাশ করেছেন। সীমান্তিকের দায়িত্বশীলবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply