1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-শেওলা ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগ জকিগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে সুরানন্দপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ১ জন গ্রেপ্তার জকিগঞ্জে কাজের ফাঁকে স্কুল পরিদর্শন করলেন ইউএনও: নিয়েছেন ক্লাসও! জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বাজার মনিটরিংয়ে বিশ হাজার টাকা জরিমানা জকিগঞ্জে দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত জকিগঞ্জের লক্ষীবাজারে কুরআনের পাখিদের নিয়ে হিলফুল ফুযুল যুব সমাজের প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জে সক্রিয় হয়ে উঠছে পুলিশ: একজন আটক

জকিগঞ্জী চাচার খোলা চিঠি

জকিগঞ্জী চাচা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাননীয় এমপি মজুমদার চাচা,
আসসালামু আলাইকুম
ছিঠির পয়লা জকিগঞ্জের গাউ-গেরামর আজার আজার হতভাগা, আউয়া-জাউয়া, অশিক্ষিত ও অবহেলিত জনগণর পক্ষ থাকি আমি বেহায়া বেইজ্জত, জনম দুঃখী, কপাল ফুড়া, আদুম ছুদুম জকিগঞ্জী চাচার সালাম নিবায়। আশা করি চাচা আপনে বেশ ভালাউ আছইন।
পর সমাচার চাচা বো,
আপনারে আমরার খুবই দেখার ইচ্ছা অয়। কিন্তু দুঃখর বিষয় চাচা, আপনে একেবারে জকিগঞ্জ আওয়া যাওয়া বাদ দিলাইলা। মাঝে মাঝে আপনার এলাকা হিসাবে আইলে আমরা আপনারে দেখলাম অনে। আর ফাঁকে দিয়া আপনেও আমরারে দেখলা অনে।
যাক চাচা,
জকিগঞ্জ আওয়া যাওয়া আপনার ব্যাপার। আইলে বা না আইলে আমরার কুচ্ছু করার নাই। কারণ আপনে জকিগঞ্জ আইলে আমরার লাখাইন মানুষ খান্দাত যাওয়ার সুযোগ মিলতো নায়। আপনে চেয়ারম্যান, মেম্বার, নেতাকর্মী আর অফিসার অখল লইয়া ঘুরবা। আর আমরা দূরে থাকি দেখিয়া আফসোস করমু আর কইমু, হায়রেবা আল্লাহ আমারে তো বড় বানাইলে এমপি সাব’র লগে ঘুরলাম অনে। খান্দাত গেলে এলাকার সমস্যার কথা কইলাম অনে। কিন্তু খান্দাত যেহেতু যাইতাম পারতাম নায়, সেহেতু আপনে জকিগঞ্জ আওয়া আর না আওয়া আমার লাখাইন আদুম ছুদুমর লাগি সমান।
চাচা এখন আই মূল কথাত,
আপনে নিশ্চয় হুনার কথা জকিগঞ্জ গ্যাস পাওয়া গেছে। ইকটা বুলে দেশর ২৮ তম গ্যাস ক্ষেত্র। ই-কথা হুনিয়া চাচা আমরার ঘুম অর না। আমরা বাক্কা বড় আশা লইয়া বইছি এখন আমরা গ্যাস পাইমু। কারণ অতদিন থাকি আমরা গ্যাস’র লাগি দাবী করলেও আমরার উপজেলাত দেখানির মতো তেমন কুন্তা আছিল না। এখন কিন্তু চাচা আমরার উপজেলাত গ্যাস আছে।
চাচা একটা কথা কই,
এখন যদি আমরা গ্যাস না পাই তবে, আপনার উফরে আমরা সব দোষ দিমু। কারণ আমরার গ্যাস দেশর অন্য জায়গায় যাইবো আর আমরা গ্যাস পাইতাম না তা অইতে পারেনা। এরলাগি আগে ভাগে আপনে গ্যাসের একটা ব্যবস্থা করউক্কা। নাইলে পরে কিন্তু শরম পাইবা।
চাচা বো,
আমরা বেহায়া বেইজ্জত, জনম দুঃখী, কপাল ফুড়া, আদুম ছুদুম জকিগঞ্জী মানুষ আপনার বায়দি চাইয়া বইরইছি। আমরা মনে করি, আপনে চাইলে সব ফারবা। আপনার প্রধানমন্ত্রীর লগে সরাসরি লাইন। আপনে তানরে কইলে একটা ব্যবস্থা ওয়া স্বাভাবিক। আর যদি আপনে কইয়া গ্যাস না পাইন। তাইলে আমরার লগে থাকিয়া কইবা গ্যাস পাইতে কিতা করতে অইবো। যা লাগে আমরা আপনার লগে থাকমু। আপনার ডাকে প্রতিবাদ ও আন্দোলন যা লাগে করমু। তবুও চাচা আমরার গ্যাস দরকার।
আদরের চাচা,
আমরা এখন যদি গ্যাস না পাই। তাইলে মনে রাখবা আর ভবিষ্যতে আমরা লাগি গ্যাস পাওয়া মুশকিল অইবো। এরলাগি আপনার দয়ার নজরখান দিয়া গ্যাসের লাগি একটু মাতওউক্কা। সংসদে যাউক্কা আর আমরা দাবীর কথা খউক্কা। দেখবা আমরা গ্যাস পাইলিমু।
দরদী চাচা,
আমরার শেষ আকুতি যদি আফনার দয়ার নজর অয় তবে আফনে আমরার গ্যাসর ব্যবস্থাটা করিয়া দিবা। আপনার জীবনর শেষ সময় একটা ঝাকড়া দিয়া আমরারে গ্যাস পাওয়াইয়া গেলে মনে রাখমু আর দো’আ করমু।
ইতি
আফনার নয়া ফাগল
জকিগঞ্জী চাচা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট