সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুর রহমান, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইসমাঈল হোসেন সেলিম ও উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে জকিগঞ্জ উপজেলা বিএনপি’র অন্তর্গত বৃহত্তর পল্লীশ্রী আঞ্চলিক শাখা।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর টুকের বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর পল্লীশ্রী আঞ্চলিক শাখা বিএনপি’র সভাপতি হাসান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আব্দুল মালিক।
উপজেলা ছাত্রদল নেতা তারেক আহমদ-এর পরিচালনায় ও বিএনপি নেতা রাজস বিশ্বাসের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন ও সিলেট জেলা বিএনপি’র সহ পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহমদ সোলেমান, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট নাসির উদ্দিন সাদিক, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি বিষু কুমার ও যুগ্ম সম্পাদক হাসান আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply