1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ জকিগঞ্জে জানাজার শৃঙ্খলার নিয়ে ওসি’র সাথে সৃষ্ট জটিলতার নিরসন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: জানাজা বিকাল সাড়ে ৪টা সিলেট ‘শান্তিবাগ সোসাইটি’র নতুন কার্যকরী কমিটি গঠন জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৯টি স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ১ হাজার ১৪৭ জন মেধাবী শিক্ষার্থীর অংশ গ্রহণে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার একই স্থানে এবং একই সময়ে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬৩ টি প্রাথমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ৯৪৩ জন অংশ গ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সদ্য প্রতিষ্ঠিত ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের প্রথমবারের মতো অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় এবার ব্যাপক সাড়া পড়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় মিলে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ১০০ জন মেধাবী শিক্ষার্থী। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী থেকে বাছাই করে ৩টি গ্রেডে ৫০০টি বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির অর্থ হিসেবে মেধা গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। একই সাথে উত্তীর্ণ সকল শিক্ষার্থী সনদপত্রও প্রদান করা হবে। অন্যদিকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের পরীক্ষা শেষে স্কুল ব্যাগ, কলম, খাবার এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী এমন ব্যবস্থাপনার জন্য পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছাড়া উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ পরীলক্ষিত হয়। আগামী বছরের শুরুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৃত্তি বিতরণী অনুষ্ঠান করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জকিগঞ্জ ও কানাইঘাটের মধ্যবর্তী স্থানে অবস্থিত মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠের এক পাঁশে বিশাল প্যান্ডেল করে স্কুলের ভিতরে অত্যন্ত সৃশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।ব্যাতিক্রমধর্মী এমন আয়োজন দেখে সাধুবাদ জানান পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি ও ট্রাস্টের সচিব শাব্বীর আহমদ, ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন হায়দার, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুস শহীদ তাপাদার, সমাজসেবী ফয়জুল ইসলাম চৌধুরী ও তোফায়েল আহমদ চৌধুরী সহ শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সচিব প্রধান শিক্ষক শাব্বীর আহমদ বলেন, দানবীর ফাহিম আল ইসহাক চৌধুরী ধর্ম-কর্ম, শিক্ষা, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়ন ও মানবিক যে সকল কাজ ইতিমধ্যে করেছেন তা সর্ব মহলে প্রশংসনীয়। এই ট্রাস্টে অল্পদিন পূর্বে প্রতিষ্ঠিত হলেও আজকের মেধাবৃত্তি পরীক্ষায় ব্যাপক অংশ গ্রহণ দেখে মনে হচ্ছে এটি অনেক পূরাতন একটি ট্রাস্ট।
তিনি আরও বলেন, “এই বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। তাদের উচ্চ শিক্ষার অভিযাত্রাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও এলাকার শিক্ষার প্রসারে ট্রাস্টকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে। শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাটের সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট