অনেকটা স্বপ্নের মতো মনে হলেও বাস্তবেই জকিগঞ্জের ছামি চৌধুরী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গনিপুর গ্রামের মোঃ খালেদ আহমদ চৌধুরী ও রুমি বেগম চৌধুরীর ছেলে। তাঁর দাদা প্রয়াত হাজী দিদার বখত চৌধুরী (লনি মিয়া) ও দাদী সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা রহিমুন্নেসা চৌধুরী।
তাঁর অসাধারণ এ অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে।
জানা যায়, ছামি চৌধুরী তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তিনি পারিবারিকভাবে একজন শিক্ষিত, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিবারে বেড়ে উঠেছেন।
তাঁর এমন সফলতার কথা নিশ্চিত করেন চাচা মোঃ রিমন চৌধুরী। তিনি বলেন-ছামি’র এই সফলতা আমাদের পরিবারের জন্য গর্বের। তাঁর আত্মবিশ্বাস, পরিশ্রম ও দেশপ্রেম আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
ছামি চৌধুরী’র এই অর্জনে পুরো উপজেলার সচেতন মহলে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকে জানান, তাঁর এই পথচলা নতুন প্রজন্মকে আত্মনির্ভর ও আদর্শবান হওয়ার অনুপ্রেরণা জোগাবে।
Leave a Reply